১৯৭২ সালের ১লা জুলাই তাজপুর ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করা হয়।কলেজটি প্রতিষ্ঠা করেন ‘‘মরহুম,জনাব আজ্হার আলী ’’এবং এই কলেজ প্রতিষ্ঠার উদ্দৌক্তা ছিলেন ‘‘কমরেড্ মরহুম জনাব,আছদ্দর আলী’’।এই কলেজের প্র ম অধ্যক্ষ ছিলেন ‘‘স্বর্গীয় বাবু সুধীর চন্দ্র পাল’’। তাদের এই অবদান আজও বিনম্র ভাবে স্মরণ করা হয়।